Wednesday, December 24, 2014

দাঁড়িয়ে আছি একা একা


দিনটা ঠিক মনে নেই। শুধু এটুকু মনে আছে ওই দিন ছিল সরস্বতী পূজা। সবাই নিজের প্রেমিক-প্রেমিকার সঙ্গে রোমান্স করতে বেড়িয়ে পড়েছে। আমি আর কি করি, রঙ্গতামাশা দেখতে বেড়িয়ে পরলাম আমিও। আমারও প্রেমিকা আছে, কিন্তু সে থাকে আবার ডানকুনি। তখন সবে ক্লাস ইলেভেনে পড়ি। চন্দননগর থেকে ডানকুনি, অত সাহস হয়নি তখনও। তাই উপায় আর কি! স্ট্রান্ডের ধারে দাঁড়িয়ে প্রেমিকার সঙ্গে দেখা না করতে পারার দুঃখটা গঙ্গার শুদ্ধ জলের শীতল হাওয়ার সঙ্গে শেয়ার করে নিচ্ছি।

ছবি - অলোক দত্ত

Friday, December 19, 2014

পেশোয়ার আক্রমণ

পাকিস্তানে নিরীহ শিশুদের হত্যা করা নিয়ে অনেক কথা হল, আমিও বললাম, অন্যের কথাও শুনলাম। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে “সন্ত্রাসবাদীর ধর্ম হয়না” কথাটা ভুল, ধর্মের জন্যই তো এই লড়াই-দাঙ্গা। তাই আমি মনে করি অবশ্যই ধর্ম এখানে সক্রিয় রুপে কাজ করছে। ক্ষমতার লড়াইয়ের মাঝে হয়তো আমার এই সামান্য পোষ্টটি ঢাকা পরে যাবে। কিন্তু ইতিহাস কখনও সত্যিকে ঢাকা দেয় না, কোনও একদিন নিশ্চয় ইতিহাস আমার এই কথাগুলির প্রমান দেবে। সেই দিনটির অপেক্ষায় রইলাম।


ছবি - ইন্টারনেট সংস্থা গুগল