Monday, April 25, 2016
Monday, April 11, 2016
প্রাক্তন
পড়ার ব্যাচে এক কোনায় বসে যেদিন
প্রেমের সূত্রপাত,
প্রথম দেওয়া চিঠিটাও সেদিন
বদলায়নি কোন হাত।
ঘুমন্ত শহরের একলা রাতে
প্রেমের সাক্ষী ছিল দুটি টেলিফোন,
ফেলে আসা সেই সময়ের সাথে
সবকিছুই আজ প্রাক্তন।
ফুটপাথে হাঁটা ক্লান্ত বিকেলের যখন
বুক চিরে নেমে এসেছিল রাত,
জ্যোৎস্না আলোয় স্ট্রান্ডে বসে তখন
সযত্নে ধরেছিলাম তোর হাত।
একলা বিকেলে কবিতা লিখে
দিয়েছিলাম তোকে আমার মন,
কাগজের ভিড়ে কিছু প্রশ্ন রেখে
হয়ে গেছি আজ তোর প্রাক্তন।
Subscribe to:
Posts (Atom)