Wednesday, May 11, 2016

স্বপ্নঘোর

মাঝ রাতে একা জেগে থাকে শত আশা নিয়ে বেঁচে থাকা দুই চোখ, কিছু বিষাক্ত পোকামাকড় স্বপ্নগুলোকে কুঁড়ে খেয়ে ফেলে আর চোখের কিনারে কিছু চোরাবালি ও নোনাজলের ছিটা দিয়ে চলে যায়।

ফিরে যাওয়া

মনের অস্তিত্ব মিলিয়ে গেছে ছায়াপথের ভিড়ে,
পরে আছে কেবল একলা এই শরীর।
দেখে এসো আমার চিতা জ্বলছে প্রানহীন কোন নদীর তীরে,
অন্ধকারটা আজ একটু বেশিই গভীর।