Thursday, October 25, 2018

ডাক

বহুবার চেনা অচেনার ভিড়ে
ডাক আসে এই শহর ছাড়ার,
আমি চাই, এই উৎসব মাঝে আরও একবার
ডাক আসুক তোমাকে কাছে পাওয়ার।