Monday, December 31, 2018

বন্দী মন

ভালোবাসা বাড়ে শিকল ছাড়িয়ে বন্দী মনের এক কোণে,
তোর আবেশে তাকিয়ে থাকা নদীর কথাও কেউ শোনে।

অবশেষ

মিশে যাবো ধূলিকণা অজুহাতে চোখে ধুয়ে,
সবশেষে চেয়ে দেখো আজও একা সে আছে শুয়ে।

Thursday, December 27, 2018

আগন্তুক

নূতনে জোয়ার আসে পুরানো ভাঁটার টানে,
কথায় আবেগ ভাসে হারানো শেষের গানে।