Saturday, January 9, 2021

নালিশ

বসে আছি নিঃশব্দে নির্জন একা প্রান্তে
হাওয়ার স্রোতে একা বহমান কিছু শব্দ,
সবাই ফিরে যায় অবহেলা আর ফোলা ঠোঁটে
নালিশ জমে যায়, সময় ভীষণ স্তব্ধ!

ফিরে এসো প্রিয়তমা

ফিরে এসো প্রিয়তমা
চেনা কাঁধে মাথা রেখে
দুবেলা আমাকে ডেকে...
কোথায় আছো না জানি কার স্বভাবে
তোমার আধাঁরে কাটছে দিন,
ফিরে এসো প্রিয়তমা...