যাবো আরও কিছু দূরে
ফাঁকা মাঠ পেরিয়ে ওই রোদ্দুরে,
ভেজা চোখ মুছে খুঁজবো তোমায়
অলেখা গল্পের পাতা, বুক জুড়ে...
আমাদের মুহূর্তেরা শীতের দুপুর রোদ ভিজিয়ে
গল্পের আসর বসায় নীলের পানে চেয়ে,
সর্ষের ভিতর বুঝি ভূতের রোজই আনাগোনা
ফুলেদের আকাশ ছোঁয়া সবুজ ফসল বেয়ে।।