Sunday, January 23, 2022

আরও কিছু দূরে

যাবো আরও কিছু দূরে
ফাঁকা মাঠ পেরিয়ে ওই রোদ্দুরে,
ভেজা চোখ মুছে খুঁজবো তোমায়
অলেখা গল্পের পাতা, বুক জুড়ে...

Thursday, January 6, 2022

আমাদের মুহূর্তেরা

আমাদের মুহূর্তেরা শীতের দুপুর রোদ ভিজিয়ে
গল্পের আসর বসায় নীলের পানে চেয়ে,
সর্ষের ভিতর বুঝি ভূতের রোজই আনাগোনা
ফুলেদের আকাশ ছোঁয়া সবুজ ফসল বেয়ে।।