Friday, December 19, 2014

পেশোয়ার আক্রমণ

পাকিস্তানে নিরীহ শিশুদের হত্যা করা নিয়ে অনেক কথা হল, আমিও বললাম, অন্যের কথাও শুনলাম। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে “সন্ত্রাসবাদীর ধর্ম হয়না” কথাটা ভুল, ধর্মের জন্যই তো এই লড়াই-দাঙ্গা। তাই আমি মনে করি অবশ্যই ধর্ম এখানে সক্রিয় রুপে কাজ করছে। ক্ষমতার লড়াইয়ের মাঝে হয়তো আমার এই সামান্য পোষ্টটি ঢাকা পরে যাবে। কিন্তু ইতিহাস কখনও সত্যিকে ঢাকা দেয় না, কোনও একদিন নিশ্চয় ইতিহাস আমার এই কথাগুলির প্রমান দেবে। সেই দিনটির অপেক্ষায় রইলাম।


ছবি - ইন্টারনেট সংস্থা গুগল

1 comment:

  1. ইতিহাস এর অনেক তথ্য ই ক্ষমতার জোরে চাপা পোরেই থাকে

    ReplyDelete