Saturday, May 16, 2015

চাওয়া পাওয়া




প্রতিটা বাক্যের শেষে ক্লান্তির নিঃশ্বাস,
প্রতিটা ইঙ্গিত ধৃত আমার কাছে,
দুরত্বের এককটা এখন আলোকবর্ষ,
তবুও ভিতরে ভিতরে একটা দৃঢ় বিশ্বাস।
সময় তো এগিয়ে চলেছে,
শব্দগুলো দিন দিন অলঙ্কার পাবে,
আজকের অবজ্ঞার চরিত্রটাকে নিয়ে,
হয়ত কাল তোমার গর্ব হবে
কিন্তু সেদিন আসল সমীকরণটাই শূন্য,
নিজের ইচ্ছায় রচনা করলে ছেঁড়া তার!
মনে মনে তুমি এখন বিস্তর ক্ষুণ্ণ।
ঘন আঁধারের নৈশব্দে কান পাতো,
শুনতে পাচ্ছ ভবিষ্যৎ-এর রব?
ওই দেখো আরেকটা তার ছিঁড়ল,
পাওনাগুলো এখন তোমারই সব।

No comments:

Post a Comment