আজকে জানিনা কোন বিপ্লবের ছোঁয়া লেগেছে আমার ভিতরে। তুমি জানো আমি কতটা বদলে গেছি এই কিছুক্ষণের মধ্যেই! রেলগাড়ির আওয়াজ আমায় আর লাইন পারাপার করা থেকে আটকাতে পারে না, রাস্তার মোড়ে সিগন্যাল পোষ্টের রক্তচক্ষু আমায় আটকাতে পারে না আর। রক্ত গায়ে মেখে মরতে আর ভয় পাইনা। জানিনা কোন বাধাহীন জীবন প্রবাহ বয়ে চলেছে অচল এই শরীরে। আমি আজ আর ভালো নেই। তবুও বলে রাখি ভালো থেকো। সময়ের ক্লান্ত নিশ্বাসে খুঁজো আমায়, আমি সাড়া দেবো। ল্যাম্পপোস্টের আলোয় তোমার ছোঁড়া শব্দে চোখ ভেজাবো। তবুও আমি শুধু তোমাকেই ভালবাসবো, কথা দিলাম...
Tuesday, September 15, 2015
Sunday, September 6, 2015
যন্ত্রমৃত্যু
আমার ঘড়ির দম ফুরিয়ে এসেছে,
সময়ের অঙ্ক নক্ষত্রের হিসাব রাখে,
ক্লান্ত পেন্ডূলাম আয়ুরেখা ধরেছে,
একা ডায়াল কাঁটায় রাত্রি মাপে।
গিয়ারের শব্দকোশ টিকটিকির গলা মেলায়,
মৃতপ্রায় পেন্ডূলাম প্রশ্ন করে নিজের অস্তিত্ত্বের,
আবার নৈশ্যতা নামে আঁধারের খেলায়,
বিদায় হোক আমার নির্ভেজাল মনুষ্যত্ত্বের।
সময়ের অঙ্ক নক্ষত্রের হিসাব রাখে,
ক্লান্ত পেন্ডূলাম আয়ুরেখা ধরেছে,
একা ডায়াল কাঁটায় রাত্রি মাপে।
গিয়ারের শব্দকোশ টিকটিকির গলা মেলায়,
মৃতপ্রায় পেন্ডূলাম প্রশ্ন করে নিজের অস্তিত্ত্বের,
আবার নৈশ্যতা নামে আঁধারের খেলায়,
বিদায় হোক আমার নির্ভেজাল মনুষ্যত্ত্বের।
Subscribe to:
Posts (Atom)