আমার ঘড়ির দম ফুরিয়ে এসেছে,
সময়ের অঙ্ক নক্ষত্রের হিসাব রাখে,
ক্লান্ত পেন্ডূলাম আয়ুরেখা ধরেছে,
একা ডায়াল কাঁটায় রাত্রি মাপে।
গিয়ারের শব্দকোশ টিকটিকির গলা মেলায়,
মৃতপ্রায় পেন্ডূলাম প্রশ্ন করে নিজের অস্তিত্ত্বের,
আবার নৈশ্যতা নামে আঁধারের খেলায়,
বিদায় হোক আমার নির্ভেজাল মনুষ্যত্ত্বের।
সময়ের অঙ্ক নক্ষত্রের হিসাব রাখে,
ক্লান্ত পেন্ডূলাম আয়ুরেখা ধরেছে,
একা ডায়াল কাঁটায় রাত্রি মাপে।
গিয়ারের শব্দকোশ টিকটিকির গলা মেলায়,
মৃতপ্রায় পেন্ডূলাম প্রশ্ন করে নিজের অস্তিত্ত্বের,
আবার নৈশ্যতা নামে আঁধারের খেলায়,
বিদায় হোক আমার নির্ভেজাল মনুষ্যত্ত্বের।
Bah.. really nice..! :)
ReplyDeleteThank you Anisha. :)
Deletekeep reading.
Bah.. really nice..! :)
ReplyDeleteBah.. really nice..! :)
ReplyDeleteBah.. really nice..! :)
ReplyDelete