যেইদিন ভীষণ রাত্রে গলির ভাঁজে হেঁটে যাবে কোনও একা মহিলা, সময়ের সীমার
বাইরে অন্ধকারের চাদরে ভাসিয়ে দেবে নিজেকে। মাঝরাতে ল্যাম্পপোস্টের টিমটিমে
আলোয় মুখের ভাঁজে ভয়ের সমস্ত ছাপ মুছে ফেলে সামনের দিকে হেঁটে যাবে।
অবশেষে সেই নির্জন ঘুমে ভেজা রাত্রে নিরাপদে আঁচরহীন শরীরে ঘরে ফিরবে সে।
সেইদিনটিকে বেছে নিও স্বাধীনতা দিবস হিসেবে। ততদিন এই সমাজ স্বাদ-হীন।
No comments:
Post a Comment