যে মানুষ যত বেশি সিরিয়াস, তার মানসিক আঘাতগুলোও ঠিক ততটাই গভীর। তাদের মনের প্রাচীর খুবই নরম, শিমুল তুলোর শরীরে ভেসে বেড়ায় বাতাসের আবডালে...
Saturday, November 28, 2015
Tuesday, November 24, 2015
জন্মান্তর
ফাঁকা বন্দরের একাকি এক তরী,
ঢেউ তুলেছে বুকের ভিতর রোজ,
চাঁদের আলোয় ঘুমন্ত জল পরি,
ক্লান্ত রাতের গভীরতায় হয়েছে নিখোঁজ।
তবু মাছেরা রাতের হিসেব কষে,
ছোট্ট পাতায় টুকরো শব্দ লেখা,
একটা একটা করে ছায়াপথের তারা খসে,
আবার হবে পরের জন্মে দেখা।
ঢেউ তুলেছে বুকের ভিতর রোজ,
চাঁদের আলোয় ঘুমন্ত জল পরি,
ক্লান্ত রাতের গভীরতায় হয়েছে নিখোঁজ।
তবু মাছেরা রাতের হিসেব কষে,
ছোট্ট পাতায় টুকরো শব্দ লেখা,
একটা একটা করে ছায়াপথের তারা খসে,
আবার হবে পরের জন্মে দেখা।
Subscribe to:
Posts (Atom)