ফাঁকা বন্দরের একাকি এক তরী,
ঢেউ তুলেছে বুকের ভিতর রোজ,
চাঁদের আলোয় ঘুমন্ত জল পরি,
ক্লান্ত রাতের গভীরতায় হয়েছে নিখোঁজ।
তবু মাছেরা রাতের হিসেব কষে,
ছোট্ট পাতায় টুকরো শব্দ লেখা,
একটা একটা করে ছায়াপথের তারা খসে,
আবার হবে পরের জন্মে দেখা।
ঢেউ তুলেছে বুকের ভিতর রোজ,
চাঁদের আলোয় ঘুমন্ত জল পরি,
ক্লান্ত রাতের গভীরতায় হয়েছে নিখোঁজ।
তবু মাছেরা রাতের হিসেব কষে,
ছোট্ট পাতায় টুকরো শব্দ লেখা,
একটা একটা করে ছায়াপথের তারা খসে,
আবার হবে পরের জন্মে দেখা।
No comments:
Post a Comment