Sunday, October 25, 2015

অপরাজিতা



অসুর বধের মধ্যে দিয়ে শুরু হয় নারীমূর্তির আরাধনা,
উৎসবের আলোয় শহুরে রাস্তাগুলো স্নান করে ওঠে।
ওরাও তো নারী,
তবু ওদের জীবনে এই আলোর ছটা পৌছয় না,
প্রতিরাতে হাজারো মুখোশ পরা অসুর ওদের উপর ঝাঁপিয়ে পড়ে,
ধর্ষণ করে ওদের ক্লান্ত যৌনতাকে।
ভোররাতে ওদের বুকের ভিতর নেমে আসে দশমীর শূন্যতা।
তারা নারী, হার না মানা লড়াইয়ের প্রকৃত অপরাজিতা।

No comments:

Post a Comment