বহুদিন পরে মনে পরে গেলো তোমার সঙ্গে কাটানো পাহাড়ি রাতের অনুভূতিগুলো,
ক্যামেরার মেমরী সেদিন রেকর্ড করতে পারেনি আমার অনুভূতিগুলোকে।
অসীমে মিলিয়ে যাওয়া রেললাইন বেয়ে যখন ট্রেন এলো,
আবার ফিরে এলাম চার দেওয়ালের শুন্য ফ্রেমে মোড়া নিস্তেজ ঘরের কোনায়।
প্রতীক্ষা এখনো অনেক বছরের...
আঁকড়ে ধরা শিকড়ের মতো শীতটা কামড়ে ধরেছিল আমাদের,
স্লিপিং ব্যাগে হাত গুটিয়ে বসে থাকা উষ্ণতায় গায়ে একঝাঁক কাঁটা দিয়ে শিহরণ জেগেছিলো,ক্যামেরার মেমরী সেদিন রেকর্ড করতে পারেনি আমার অনুভূতিগুলোকে।
অসীমে মিলিয়ে যাওয়া রেললাইন বেয়ে যখন ট্রেন এলো,
আবার ফিরে এলাম চার দেওয়ালের শুন্য ফ্রেমে মোড়া নিস্তেজ ঘরের কোনায়।
প্রতীক্ষা এখনো অনেক বছরের...
No comments:
Post a Comment