Wednesday, June 1, 2016

বিরহ

তুমি জানো মাঝরাতে আমার আজকাল জ্বর আসে?
দিন শেষে আমার শরীরেও রাত হয়।
আমাদের বদলে যাওয়ার স্বপ্নগুলো এখনো আমার চোখে ভাসে,
সবই তো আসলে সাজানো একটা অভিনয়।

No comments:

Post a Comment