শীত জমে আছে ঘরের কোনে
গীটারের তারে কিংবা বয়সের ওজনে,
প্রশ্নের ভিড় জমে থাকে ক্লান্ত শরীরে
কুয়াশা বিরাজ করে আমাদের চারপাশ ঘিরে।
মাঝরাতে বৃষ্টিতে জল জমে
শহরের বুকে অথবা একলা মনে,
ইচ্ছেডানা উড়ে যায় আকাশের বুক চিঁরে
জ্যোৎস্না রাতে কিংবা জোনাকির ডানার গভীরে।
No comments:
Post a Comment