Fainted Speeches
Words can't fly but they can travel from heart to heart.
Wednesday, August 23, 2017
দুঃখের সুখ
এ জগতে সবাই সুখ চায়,
আমার সুখ ফিরিয়ে নাও,
আমি আরও লিখতে চাই,
একটু দুঃখ উপহার দাও।
Sunday, August 20, 2017
আয়ুরেখা
যদি এই ঘুম আজ আর না ভাঙত
যদি কেউ এসে আজ আর না ডাকতো
তবে আলো ছায়া স্মৃতিগুলো একা কাঁদত
তবে খোয়া যাওয়া তরী তীরে ভেসে উঠত
কেন শ্বাসপ্রশ্বাস চলে, জাগে বিশ্বাস,
কেন ভাগ্যেরা হাসে শুধু করে পরিহাস।
তবে ভালোবেসে পথ চলে
চোরাবালি মনে জমে
ডুবে যেও সাবধানে
মোমবাতি পথে জ্বেলে।
Thursday, August 17, 2017
স্তব্ধতা
তুমি খোঁজ নিয়ে দেখো বোবা টেলিফোন হাতে,
আমি জেগে আছি তোমার ভালোবাসার রাতে।
Saturday, August 12, 2017
প্রেমের খুনি
বন্দুক হাতে তুমি আমার দরবেশে আজও অপেক্ষারত,
আমার জমে থাকা কিছু ভুল আর মন ভিজে কিছু ক্ষত,
ট্রিগারের দেহ ছুঁয়ে আমার নতুন ভুলের অপেক্ষায় তুমি,
শোনো, ভালোবাসা দাও, জীবনে হইয়ো না প্রেমের খুনি।
Friday, August 11, 2017
সুপ্রভাত
আবছা আলোয় ভোরের ছোঁয়া,
আকাশ জুড়ে লাল আলো,
মেঘের কোলে রঙিন ধোঁয়া,
দিনটা সবার যাক ভালো।
স্বপ্নমুখি
শহর অচেনা, সাজানো গোছানো,
রাত নেমে আসে শীতে গা ভেজানো,
মুখোমুখি বসে দুটি অচেনার মনে
কবে চেনা হবে তারই স্বপ্ন বোনে।
ব্যস্ত শহর
এ শহর আজও ব্যস্ত ভীষন
গত রাতে যত ছিল,
হেঁটে গেছি পথ অল্প বিষম
কেউ ভালোবেসেছিল।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)