যদি এই ঘুম আজ আর না ভাঙত
যদি কেউ এসে আজ আর না ডাকতো
তবে আলো ছায়া স্মৃতিগুলো একা কাঁদত
তবে খোয়া যাওয়া তরী তীরে ভেসে উঠত
কেন শ্বাসপ্রশ্বাস চলে, জাগে বিশ্বাস,
কেন ভাগ্যেরা হাসে শুধু করে পরিহাস।
তবে ভালোবেসে পথ চলে
চোরাবালি মনে জমে
ডুবে যেও সাবধানে
মোমবাতি পথে জ্বেলে।
No comments:
Post a Comment