Thursday, February 14, 2019

একটি ভোরে জেগে ওঠো প্রিয়তমা

আমার দেশে মানুষ মরছে
কথায় কথায় যুদ্ধ হচ্ছে
তোমার আমার আঙুল ছুঁয়ে মন...
থেমে গেছে কত সময়
হাতঘড়ির ওই তীব্র ছোঁয়ায়
বর্ডার জুড়ে রক্ত ধোঁয়ায় ভিজছে কতজন...

গোলাপ জানে লালের মানে,
রক্ত ভেজা প্রেমের গানে
লাশের পাহাড় গুনছে এই সময়,
দিনটা শুধুই প্রেমের দিন
ভ্যালেন্টাইন ভীষণ রঙিন
দেশপ্রেমেও পায়নি ওরা ভয়...

একটি বার ভেবে দেখো প্রিয়তমা...
একটি সকাল উঠে কেঁদো প্রিয়তমা...
একটি বিকেল ঘুরে দাঁড়াও প্রিয়তমা...
একটি ভোরে জেগে ওঠো প্রিয়তমা...

No comments:

Post a Comment