Friday, March 27, 2020

একটা প্রেমের গল্প - গান

স্কুল পালানো মুহূর্তেরা
আবছায়াতে গল্প সেরা
তার দেখাতে অল্প ছোঁয়া চাই...
সে তো আসবে আবার মনে
কোনও অন্য দরজা খুলে
তার অলস দিনে আমার খবর পাই...

প্রেম মাখবো গায়ে অলঙ্কারে
তার ছোঁয়াতে মুগ্ধ হয়ে
বৃষ্টি বিকেল মাটির গন্ধ পাই...
আজ সকল কাজে তাকেই পাশে চাই...

No comments:

Post a Comment