সারাদিন নীল আলো
ক্লান্তির চোখ মুছে
সব কিছু ধুয়ে দিলো
মগজের ক্যানভাসে...
আমি তোমাকে ভেবে ভেবে
কবিতা বানিয়েছি,
শব্দের কথা শুনে
নিজেকে হারিয়েছি...
তুমি গল্পের খাতা খুলে মহাদেশ পারি দিলে
নামলো না সেই পরী তোমার গল্পে
তবু ভালোবেসে পথ হেঁটে যাও,
আমাকে সময় ফিরিয়ে দাও...
ক্লান্তির চোখ মুছে
সব কিছু ধুয়ে দিলো
মগজের ক্যানভাসে...
আমি তোমাকে ভেবে ভেবে
কবিতা বানিয়েছি,
শব্দের কথা শুনে
নিজেকে হারিয়েছি...
তুমি গল্পের খাতা খুলে মহাদেশ পারি দিলে
নামলো না সেই পরী তোমার গল্পে
তবু ভালোবেসে পথ হেঁটে যাও,
আমাকে সময় ফিরিয়ে দাও...
No comments:
Post a Comment