Monday, March 15, 2021

তুমি আমার রাধা - গান

তোমার প্রেমে কৃষ্ণ আমি
তুমি আমার রাধা,
তোমায় পাওয়ার স্বপন ঘিরে
অনেক জটিল ধাঁধাঁ।

রাধা তোমায় ঘিরে তোমার পাশে আছে অনেক স্মৃতি
হারাবো জেনেও খুঁজছি তোমায়, এটাই প্রেমের রীতি
তুমি হবে বলো শুধু আমার, আর তো নয় কারোর,
আমিও রাতের তারায় মিশে, গুনবে সে প্রহর।

শোনো তোমার প্রেমে কৃষ্ণ আমি
শুধু তুমিই আমার রাধা,
আমি তোমায় পাওয়ার স্বপন দেখি
প্রশ্নে অনেক ধাঁধাঁ।

রাধা তুমি আছো সাথেই আমার, আছো অনুভবে,
তারায় তারায় শব্দ ওঠে তুমিই আমার হবে।
তবুও জানি বিধির বিধান, মানবে না সে কারণ
তোমার প্রেমে পাগল হয়েও ভালোবাসা বারণ।

রাধা তোমার প্রেমে কৃষ্ণ আমি
শুধু তুমি আমার রাধা,
আমি তোমায় পাওয়ার স্বপন দেখি
এ মায়ায় জগত বাঁধা।।

No comments:

Post a Comment