Sunday, April 18, 2021

বেলা যে যায়

বেলা যে যায়,
আঁধার ঘনায়
তবু তুমিও ডাকোনি আমায়,
কেন একা ফেলে
কোন দূর প্রবাসে
বসে গুনছো প্রহর অপেক্ষায়।

কানে কানে গানে মানে গোপনে বলেছি তোমাকে,
ফিরবে না আর সায়ন্তন,
খুঁজে নিও আজ তোমার প্রিয়জন।
বেলা যে যায়...

আজ গভীর রাতে
বলো কার হাতে
মুছবে ভেজা গাল তোমার,
জানি প্রশ্ন অনেক
জমে বৈশাখী মেঘ
তবুও খোঁজ নাওনি আমার।

কানে কানে গানে মানে গোপনে বলেছি তোমাকে,
ফিরবে না আর সায়ন্তন,
খুঁজে নিও আজ তোমার প্রিয়জন।
বেলা যে যায়...

Monday, April 12, 2021

সত্যি কথা

ঠিকানা পেড়িয়ে একদিন
সব সয়ে যাবে,
কাঁদবো না আর কোনও কিছুতেই,
অপেক্ষারা শুধু দিন ফুরনো আলো গুনে যাবে
আসবো না আর তোমার উঠোনেই।
যেদিকে চলতে চলতে পথ, মুছে যাবে পায়ের ছাপ
সেখানে গল্প হবো আমি, শীতল মন, নেই উত্তাপ।
বেড়ে যাবে আমার বয়স, চারিদিকে ছড়ানো পাতা,
ঝড়ে পড়ে যাবো কোনও এক দিঘীর গায়ে,
গল্প নয় আজ, এটাই তো সত্যি কথা।