বেলা যে যায়,
আঁধার ঘনায়
তবু তুমিও ডাকোনি আমায়,
কেন একা ফেলে
কোন দূর প্রবাসে
বসে গুনছো প্রহর অপেক্ষায়।
কানে কানে গানে মানে গোপনে বলেছি তোমাকে,
ফিরবে না আর সায়ন্তন,
খুঁজে নিও আজ তোমার প্রিয়জন।
বেলা যে যায়...
আজ গভীর রাতে
বলো কার হাতে
মুছবে ভেজা গাল তোমার,
জানি প্রশ্ন অনেক
জমে বৈশাখী মেঘ
তবুও খোঁজ নাওনি আমার।
কানে কানে গানে মানে গোপনে বলেছি তোমাকে,
ফিরবে না আর সায়ন্তন,
খুঁজে নিও আজ তোমার প্রিয়জন।
বেলা যে যায়...
No comments:
Post a Comment