Saturday, May 1, 2021

আমার শেষ

এক বসন্তের বিকেলে
লেখা ছিল আমার শেষ,
সব পাল্টে গিয়েছিল,
আমি একা অবশেষ
হয়ে ঘুরে বেড়িয়েছি সে বিকেল।
সন্ধ্যা হাওয়া বয়ে গেলো চেনা স্পর্শে
ঢেউ খেলিয়ে মাথার চুল,
জানি আজ রাতে কোনো চুম্বন নেই
আমার অস্তিত্বই আমার ভুল।

No comments:

Post a Comment