Sunday, May 30, 2021

নাবিকের ছায়া

সীমারেখা পেরিয়ে আমি ছুটে চলেছি
এক মায়াবী স্বপ্নের খোঁজে,
মাঝরাতে ক্লান্ত ভেজা দুই চোখ,
জানিনা হারিয়েছি কিনা সেই প্রাচীন ঠিকানা,
হয়তো এখনও ছুটে যেতে হবে
মরু ধুলো উরিয়ে সূর্যাস্তের শেষ বিকেলে,
পৌঁছাবো একদিন জানি সব শেষে ভেসে ওঠা নাবিকের মতো,
খেলে বেড়াবে সমস্ত স্মৃতি ছায়া হয়ে চারিপাশে,
আমি একা নাবিকের ছায়া, সারি দিয়ে শত বন্দর হাসে।

Saturday, May 1, 2021

আমার শেষ

এক বসন্তের বিকেলে
লেখা ছিল আমার শেষ,
সব পাল্টে গিয়েছিল,
আমি একা অবশেষ
হয়ে ঘুরে বেড়িয়েছি সে বিকেল।
সন্ধ্যা হাওয়া বয়ে গেলো চেনা স্পর্শে
ঢেউ খেলিয়ে মাথার চুল,
জানি আজ রাতে কোনো চুম্বন নেই
আমার অস্তিত্বই আমার ভুল।