দূরত্ব মাপে তোমায় আমায়
সময়ের বেড়াজালে,
শীতের বিকেল রোদ্দুর খোঁজে
অতীতের কোলাহলে।
আমি জানি তুমি আছো গভীরেই
নীরবে বইয়ের ছোঁয়ায়,
চোখের বাহিরে স্বপ্নেরা মোছে
ঝাপসা কালো ধোঁয়ায়।
রাঙা পায়ে হেঁটে দুঃস্বপ্নেরা
পাড়ি দেয় ভিনদেশে,
দেখা হবে জানি এই চেনা মুখে
নিঃশ্বাস অবশেষে।
Monday, November 29, 2021
Friday, November 26, 2021
শ্রাবণে রোদ
দিন চলে যায়
সোনালি শীতের বিকেল অল্প আলো,
কখনও কলম ছোঁয়া হাত,
আলগা পায়ে দূরেই থাক সে ভালো।
আনাগোনা করে সব
বৃষ্টি আসে আকাশ মেঘে কালো,
ছুঁতে চেয়ে রাত মেলেনি অবাধ,
দূরের পাহাড়ে থাকুক সে রাত ভালো।
সোনালি শীতের বিকেল অল্প আলো,
কখনও কলম ছোঁয়া হাত,
আলগা পায়ে দূরেই থাক সে ভালো।
আনাগোনা করে সব
বৃষ্টি আসে আকাশ মেঘে কালো,
ছুঁতে চেয়ে রাত মেলেনি অবাধ,
দূরের পাহাড়ে থাকুক সে রাত ভালো।
Monday, November 15, 2021
কুয়াশা যখন
হারিয়েছি অনেক কিছুই
বলিনি কোনো গল্পে
ব্যথা রাখে হাত বুকের উপর,
ভেজেনি মন অল্পে।
কুয়াশা যখন গ্রাস করে নেয়
অদূরে প্রেমের স্মৃতি,
কথা দিয়ে কেউ কথা রাখেনি
সম্মুখে থাকে ভীতি।
বলিনি কোনো গল্পে
ব্যথা রাখে হাত বুকের উপর,
ভেজেনি মন অল্পে।
কুয়াশা যখন গ্রাস করে নেয়
অদূরে প্রেমের স্মৃতি,
কথা দিয়ে কেউ কথা রাখেনি
সম্মুখে থাকে ভীতি।
Subscribe to:
Posts (Atom)