Monday, November 29, 2021

সময়ের বেড়াজাল

দূরত্ব মাপে তোমায় আমায়
সময়ের বেড়াজালে,
শীতের বিকেল রোদ্দুর খোঁজে
অতীতের কোলাহলে।
আমি জানি তুমি আছো গভীরেই
নীরবে বইয়ের ছোঁয়ায়,
চোখের বাহিরে স্বপ্নেরা মোছে
ঝাপসা কালো ধোঁয়ায়।
রাঙা পায়ে হেঁটে দুঃস্বপ্নেরা
পাড়ি দেয় ভিনদেশে,
দেখা হবে জানি এই চেনা মুখে
নিঃশ্বাস অবশেষে।

No comments:

Post a Comment