আর কতোটা লুকিয়ে রাখবে নিজেকে?
কতোটা হাঁটবে সে অতীতের পথ ধরে?
সময় ফুরিয়ে আসছে, আমি তো থাকতে চেয়েছি,
কেউ রাখেনি, রাখতে চায়নি তোমার মতোন করে।
Thursday, May 19, 2022
Wednesday, May 18, 2022
অবুঝের পেন্সিল - সিরিজ ৪
সম্পর্কের কেমিস্ট্রিতে
দূরত্ব, অভিমান আর ক্ষত
ক্যান্সার ব্যাধির মতো ক্ষতিকর,
প্রকাশ পেলে আর কমতে চায় না,
শুধু বাড়তেই থাকে।
দূরত্ব, অভিমান আর ক্ষত
ক্যান্সার ব্যাধির মতো ক্ষতিকর,
প্রকাশ পেলে আর কমতে চায় না,
শুধু বাড়তেই থাকে।
অবুঝের পেন্সিল - সিরিজ ৩
সব কথা মুখ ফুটে বলতে হয় না প্রিয়,
অবহেলা কিংবা অপেক্ষারা সাক্ষী রেখে যায়,
সময়ের শেষে প্রয়োজনটা বলে দিও,
নিঃসঙ্গতা নাহলে দুজনকেই গিলে খায়।
অবহেলা কিংবা অপেক্ষারা সাক্ষী রেখে যায়,
সময়ের শেষে প্রয়োজনটা বলে দিও,
নিঃসঙ্গতা নাহলে দুজনকেই গিলে খায়।
Sunday, May 15, 2022
অবুঝের পেন্সিল - সিরিজ ২
শীত যেমন রোদ্দুরকে আঁকরে উষ্ণতা খোঁজে কিন্তু পায় না,
কিছু সম্পর্কও তেমন দূরত্বকে ঘিরে ভালোবাসা খোঁজে,
কিন্তু সে প্রেম পূর্ণতা পায় না।
কিছু সম্পর্কও তেমন দূরত্বকে ঘিরে ভালোবাসা খোঁজে,
কিন্তু সে প্রেম পূর্ণতা পায় না।
অবুঝের পেন্সিল - সিরিজ ১
কতো মানুষ আমাদের অনুভবে থেকে যায়,
আমরা লিখতে গিয়ে পিছিয়ে আসি।
অসুখ আসলে মনের অনেক গভীরে
আমরা তাকে স্পর্শ করতে চেয়ে অভ্যেস করে ফেলি।
আমরা লিখতে গিয়ে পিছিয়ে আসি।
অসুখ আসলে মনের অনেক গভীরে
আমরা তাকে স্পর্শ করতে চেয়ে অভ্যেস করে ফেলি।
Sunday, May 1, 2022
আহত তারা
রাখা নেই কিছু গল্পের শেষে,
আহত তারা-রা জোনাকির বেশে
মেঘ ভারী করে বৃষ্টি আসুক,
কবিতারা আজ শব্দে ভাসুক...
আহত তারা-রা জোনাকির বেশে
মেঘ ভারী করে বৃষ্টি আসুক,
কবিতারা আজ শব্দে ভাসুক...
Subscribe to:
Posts (Atom)