Sunday, May 15, 2022

অবুঝের পেন্সিল - সিরিজ ১

কতো মানুষ আমাদের অনুভবে থেকে যায়,
আমরা লিখতে গিয়ে পিছিয়ে আসি।
অসুখ আসলে মনের অনেক গভীরে
আমরা তাকে স্পর্শ করতে চেয়ে অভ্যেস করে ফেলি।

No comments:

Post a Comment