Friday, August 26, 2022

এই অবেলায়

আজ কেন কিছু লিখতে চাইছি
তবে কি ঘনিয়ে আসছে সময়?
মুহূর্ত ঘন হতে থাকে
কেউ কি রাখতে চায় এই দূরত্ব বলয়?
সোজা পথে হেঁটে যাবো ভাবি
বক্রতা কাটিয়ে কিছু অবহেলায়,
দিনশেষে সবাই ফিরে যায় ঘরে,
কেউ পাশে থাকে এই অবেলায়।

No comments:

Post a Comment