Sunday, October 15, 2023

একফালি চাঁদ

আমার একফালি চাঁদ বাঁধলো চোখে বসন্ত,
তুমি মেঘ জমালে শীতের নদীর মতো,
এই অবুঝ মনের শৈল শহর সাক্ষী থাকুক
আমার বৃষ্টি ভেজা একলা দিনের ক্ষত...

No comments:

Post a Comment