Friday, June 21, 2024

আদিম ধুলো

বদলে যাওয়া আদিম ধুলো
রোদ পাহারায় কে খোঁজ রাখে,
মন কেমনের বরফ গলে
অপেক্ষারা গল্প আঁকে।
এই আকাশে মিলিয়ে যাওয়ার
ইচ্ছেরা খুব বদমেজাজি,
মুক্তি ভেজা মেঘের ডানায়
হারিয়ে যেতে আমিও রাজি।

Tuesday, June 18, 2024

এই শহরের উল্কা ধুলো

তোমার সাথে বুনবো জেগে রাত পাহাড়ের গল্পগুলো,
মেঘের মায়ায় পড়বে খসে এই শহরের উল্কা ধুলো।