মনে পরে সেই
দিনটা? ১৬ই
ডিসেম্বর ২০১২! ২৩ বছর বয়সি একজন দিদিকে যারা নির্মম ভাবে অত্যাচার করেছিল!
শেষকালে জীবন যুদ্ধে হার মানতে হয়েছিল তাঁকে। হ্যাঁ ঠিক ধরেছেন, নির্ভয়া বা
অভয়া। তাঁর আসল নাম আমরা কেউই জানিনা, নামগুলি টাইমস অব ইন্ডিয়া এবং সোনি
এন্টারটেনমেন্ট টেলিভিশন - এর দেওয়া। সারা দেশ কিন্তু সেদিন নাম না জানা ওই দিদির
জন্য ক্ষোভে ফেটে পরেছিল। সবাই দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। ব্যাস্ত রাজপথ হয়েছিল
সেদিন অচল। দেখতে দেখতে আজ কেটে গেল দু-দুটো বৎসর। অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা
শোনানো হল। তারা এই সাজা মেনে না নিয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানাল এই রায়কে। এর
মাঝে একটা খবর পেলাম, খুব আঁতকে উঠলাম এই খবরটা পেয়ে। মাত্র কয়েকদিন আগে, ওই ঘটনার
অন্যতম অভিযুক্ত মুকেশ সিং বি.বি.সি নিউজ চ্যানেলে সাক্ষাতকার দিয়েছে। সেখানে সে
অনেক কথাই বলেছে এবং সেই মেয়েটিকেই সম্পূর্ণ ঘটনার জন্য দোষারোপ করেছে। সে বলেছে "When being raped, she shouldn't fight back. She should just
be silent and allow the rape. Then they'd have dropped her off after 'doing
her', and only hit the boy." অর্থাৎ যেটাকে বাংলা করলে দাঁড়ায় “মেয়েটির উচিত
হয়নি রেপ হওয়ার সময় প্রতিবাদ করার, তার বদলে যদি সে মুখবুজে সব সহ্য করতো
তাহলে “তাকে করার” পর ছেড়ে
দেওয়া হত, এবং শুধুমাত্র ছেলেটিকে
আঘাত করতো…”। ভাবুন তাহলে একবার! কারোর সঙ্গে যা খুশি তাই করা হবে আর তাকে মুখ
বুজে সহ্য করতে হবে? কিছু বলা যাবে না! দোষ নাকি মেয়েটার ছিল! এই ঘটনা গুলো
শোনার পর মনে হয় এটা এখনকার দিনের মানুষের চিন্তাভাবনা! হাস্যকর ব্যাপারটা হল
যিনি নির্যাতিতা, তিনি আজ মৃত আর
যারা করল এটা, তারা আজ টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছে। সত্যিই মাঝেমধ্যে মনে
প্রশ্ন ওঠে এটা আমরা কোন দেশে বাস করছি! যদিও শুনলাম এর জন্য ওই নিউজ চ্যানেলের
উপর বিভিন্ন মহল ক্ষুব্ধ হয়েছে। আগামি ৮-ই
মার্চ তার এই বক্তব্য সম্প্রচারিত হবে ওই নিউজ চ্যানেলে। (বর্তমানে কেন্দ্রীয়
সরকারের হস্তক্ষেপে তা স্থগিত আছে)
তুমি নির্ভয়া
হও বা অভয়া, তোমার পাশে আছি
আমরা সবাই। আমরা এই অন্যায়ের দুষিত জীবাণুকে ধুয়ে মুছে সাফ করবই। কারন নাহলে
তোমার মতোই অগুন্তি দিদি-বোনদের ভবিষ্যৎ নিয়ে খেলবে এই অপরাধিরা। সত্যিই তুমি
নির্ভয়া…
No comments:
Post a Comment