Friday, February 27, 2015

শব্দের আঘাত

    আজও মাথায় এলোমেলো ভাবে অনেক শব্দ ঘুরে বেড়ায়, কিন্তু তাদের স্থান দিতে পারি না আমার লেখায়। তাদেরকে সযত্নে ভিতরেই রেখে দিতে হয় অপ্রকাশিত রুপেই। আমি শুনতে পাই তাদের বাইরে আসার আর্তনাদ। ঘুমন্ত রাতের অন্ধকারে তাদের বেদনা অনুভব করি ভেজা বালিশের আড়ালে। বুকে হাত দিয়ে দমিয়ে রাখতে পারিনা হালকা ব্যাথার শিরশিরানিকে। ভিতরটা কেমন ভারী হয়ে ওঠে। এইভাবেই হঠাত কিভাবে ভ্রমনে চলে যাই ঘুমের দেশে আর সকালে আমাকে মুক্তি দিতে বেজে ওঠে সেলফোনের রিঙ্গার। অ্যালার্মটা আগের রাতের দুঃস্বপ্নগুলোকে ভেঙে দিয়ে আহত হয়ে পরা মনটাকে নতুনভাবে সতেজ করে তোলে পুনরায় যুদ্ধে যাওয়ার জন্য। যুদ্ধের শেষে আবার নেমে আসে এক অজানা রাত্রি একঝাক নতুন শব্দের আঘাত নিয়ে।

No comments:

Post a Comment