"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।..."
আজ ২১-শে ফেব্রুয়ারী, আবার সবাই লাফাবেন "আমি গর্বিত কারন আমার মাতৃভাষা বাংলা..." আচ্ছা তখন যদি কেউ আপনাকে প্রশ্ন ছুঁড়ে বসে "তাতে আপনি গর্বিত কেন?..." তখন আপনি কি উত্তর দেবেন?
অনেককেই দেখেছি ২১-শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসে এই ধরনের স্লোগান দিয়ে নিজেকে কি গর্বিতই নাহ মনে করেন কিন্তু যেমনটি প্রশ্ন করা তো অমনি, হয় উত্তর দিতে না পেরে মাথা নিছু করে কেটে পরেন কিংবা যিনি প্রশ্ন করেন তাকে আলফাল ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবু গলা ফাটিয়ে চেঁচাতে ছাড়বেন না। আরে বাবা বাংলা ভাষার অনেক ইতিহাস আছে, সেগুলো নিয়ে নিশ্চয় গর্ব করবেন কিন্তু তার আগে একবার সেই ইতিহাসগুলো জেনে নেওয়া ভালো কিনা! তাহলে আপনিও বাঁচবেন আর যিনি প্রশ্ন করবেন তিনিও উত্তর পাবেন।
এবার আমি একটা অপ্রিয় সত্যি আবিষ্কার করি?! এই যে এতক্ষণ ধরে আপনারা আমার লেখাটা পড়লেন, ভাবলেন ২১-শে ফেব্রুয়ারী নিয়ে কত কিছুই নাহ লিখলাম আমি! এবার নিশ্চয় আপনারা এই ২১-শে ফেব্রুয়ারী নিয়ে কাউকে কিছু বলার আগে সব কিছু জেনে তবেই বলবেন! তবুও আপনারা একটা বড় ভুল করবেনই আমি জানি। ভুলটা হল এতো বাংলা নিয়ে আজ গর্ব করার সত্তেও ভুলেও একবারের জন্যও বলবেন না আজ ৯-ই ফাল্গুন, আপনারা সেই ইংরাজি ভাষার ২১-শে ফেব্রুয়ারীটাকেই উচ্চারণ করবেন। কি, ঠিক বললাম তো?
ছবি - ইন্টারনেট সংস্থা গুগল
আজ ২১-শে ফেব্রুয়ারী, আবার সবাই লাফাবেন "আমি গর্বিত কারন আমার মাতৃভাষা বাংলা..." আচ্ছা তখন যদি কেউ আপনাকে প্রশ্ন ছুঁড়ে বসে "তাতে আপনি গর্বিত কেন?..." তখন আপনি কি উত্তর দেবেন?
অনেককেই দেখেছি ২১-শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসে এই ধরনের স্লোগান দিয়ে নিজেকে কি গর্বিতই নাহ মনে করেন কিন্তু যেমনটি প্রশ্ন করা তো অমনি, হয় উত্তর দিতে না পেরে মাথা নিছু করে কেটে পরেন কিংবা যিনি প্রশ্ন করেন তাকে আলফাল ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবু গলা ফাটিয়ে চেঁচাতে ছাড়বেন না। আরে বাবা বাংলা ভাষার অনেক ইতিহাস আছে, সেগুলো নিয়ে নিশ্চয় গর্ব করবেন কিন্তু তার আগে একবার সেই ইতিহাসগুলো জেনে নেওয়া ভালো কিনা! তাহলে আপনিও বাঁচবেন আর যিনি প্রশ্ন করবেন তিনিও উত্তর পাবেন।
এবার আমি একটা অপ্রিয় সত্যি আবিষ্কার করি?! এই যে এতক্ষণ ধরে আপনারা আমার লেখাটা পড়লেন, ভাবলেন ২১-শে ফেব্রুয়ারী নিয়ে কত কিছুই নাহ লিখলাম আমি! এবার নিশ্চয় আপনারা এই ২১-শে ফেব্রুয়ারী নিয়ে কাউকে কিছু বলার আগে সব কিছু জেনে তবেই বলবেন! তবুও আপনারা একটা বড় ভুল করবেনই আমি জানি। ভুলটা হল এতো বাংলা নিয়ে আজ গর্ব করার সত্তেও ভুলেও একবারের জন্যও বলবেন না আজ ৯-ই ফাল্গুন, আপনারা সেই ইংরাজি ভাষার ২১-শে ফেব্রুয়ারীটাকেই উচ্চারণ করবেন। কি, ঠিক বললাম তো?
ছবি - ইন্টারনেট সংস্থা গুগল
No comments:
Post a Comment