Thursday, February 5, 2015

কালচারাল কবি

    আচ্ছা কবি কি? যিনি কবিতা লেখেন তিনিই হলেন কবি। এখন যদি আপনাকে আমি বলি একজন কবির ছবি আঁকুন তো দেখি! আপনি কি করবেন আমার জানা আছে। এমন একজনের ছবি আঁকবেন যার মুখ দেখে মনে হবে ক্যাবলাকান্ত নামের কোনো জাতির মানুষ হয়তো ইনি, মুখময় ভর্তি দাড়িগোঁফ, মাথার চুল দেখে মনে হবে কেউ যেন খড়কুটো মাথার উপর চাপিয়ে রেখে চলে গেছে, চোখে হরলিক্সের কাঁচের মতো চশমা, পরনে একটা সাদামাঠা পাঞ্জাবি তার উপর জড়ানো একটা চাদর। এই আর কি! আচ্ছা কবি হতে গেলে বুঝি এরকম হয়ে থাকতে হয়! সাধারণ জিন্স সার্ট পরে থাকলে বুঝি কবি হওয়া যায় না! আমারই এক প্রিয় কবি খুব ভালো কবিতা-উপন্যাস লেখেন, কই তাকে তো দেখিনি এরকম ভাবে সেজে ঘুরে বেড়াতে! তাহলে বোধহয় উনি ঠিক কালচারাল কবি নয় আপনাদের মতে। যদিও রবীন্দ্রনাথের মতো কবির পোশাক-আশাক আপনাদের কল্পনার সঙ্গে একেবারেই মিলে যায়, আবার অন্যদিকে রুপম ইসলাম, অনুপম রায় এনাদের পোশাকের সঙ্গে আপনাদের কল্পনার কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। আসলে পোশাক ব্যাপারটা কারোর মানসিক চিন্তাধারার দর্পণ হলেও, সময়ের সঙ্গেও তার পরিবর্তন লক্ষণীয়। তাই এসব কথা মাথায় রেখেই, কবি হতে গেলে যে শুধু লেখালেখির হাতটা ভালো থাকলেই যথেষ্ট সেটা মনে করাতেই আমার এই লেখাটি। তাই কবিদের কিন্তু আর ক্যাবলাকান্ত জাতির অন্তর্ভুক্ত করবেন না প্লিজ। কবি কবিই, তা সে জিন্স-সার্ট পরে থাক কিংবা পাঞ্জাবি।


ছবি - ইন্টারনেট সংস্থা গুগল

No comments:

Post a Comment