গল্পের
নামটা বেশ অদ্ভুত লাগছে তাই না? বন্দি আবার
কারাগার! কারাগার তো বন্দিই হয়, তাহলে দুটো কথা
আলাদা করে লেখার কি দরকার! আসলে কারাগার মানেই তা বন্দি নয় আমার কাছে। সাধারানত
সবাই যেটা ভাবেন যে কারাগার মানেই জেলখানা। আমরা প্রতিনিয়তই
কিন্তু কারাগারেই বাস করছি। সেটা আসলে
আমাদের বাড়ি, আর এটা কিন্তু বন্দি কারাগারই বটে। কারন এখানে আপনাকে
পরিবারের কাছে বন্দিদশাতেই থাকতে হয়।
ভাবছেন
কি বলছি কিছুই মাথায় ঢুকছে না, তাই তো?
আসলে ব্যাপারটা হল আমরা যখন বাড়িতে
থাকি তখন বাড়ির লোকের আদেশ অনুযায়ী আমাদের কাজ করতে হয়,
তা আসলে বন্দি থাকার থেকে কম কিছু নয়।
যাকগে, এসব না বলে এবার
নিজের কথায় আসি। আমি এখন একজন ছাত্র। আমার সামনে এখন PARABOLA
–র মতো হাত
বাড়িয়ে দুটো পথ খোলা আছে, যেদিকে ইচ্ছা
আমি যেতে পারি। এই পথের নেই কোনো শেষ। কিন্তু প্রথাগত ভাবে একটা সঠিক আর অন্যটা
বেঠিক। তাই সঠিক পথটাই আমাকে বেছে নিতে হবে। কিন্তু কোনটা সঠিক! বহু বছর আগে কেউ
একজন বলে দিয়ে গেছে অমুক পথটা সঠিক। তাই সবাই এখন ওই পথটাকেই অনুসরন করো। সেটা কি
আদৌ নিজেই জানেনা কেউ। শীতের দুপুরে স্কুল কামাই করে যদি একটু হাল্কা রোদ্দুরে
গায়ে মাখি তাহলে সেটা আমাদের অন্যায়, কিংবা
সন্ধের পড়া কামাই করে বন্ধুদের সঙ্গে একটু হাল্কা আড্ডা আর ইয়ার্কি করা টাও হল
অন্যায়। শৈশব জিনিসটা ঠিক কি সেটা বুঝে ওঠার আগেই আমরা পা রাখছি প্রতিদিনের
ব্যাস্ত জীবনে। যেখানে পরে আছে শুধু পড়াশোনা, স্বার্থপরতা
এবং প্রতি মুহূর্তে একে অপরকে ল্যাং মারার কম্পিটিশন। সেটাই হল এই সমাজের চোখে আজ
সঠিক পথ। অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে কি করবো আর কি করবনা সেটা আমাদের এই সমাজই
ঠিক করে দেবে! এটা কি কোনো কারাগারে কাটানো জীবনের থেকে কম!
এবার
বলা যাক বন্দি কেন আমরা? মনে করুন আমি
একবার খুব পড়াশোনা করে দারুন রেজাল্ট করলাম। ব্যাস! এটাই আমার জীবনের সব থেকে বড়
ভুল। এবার আমি সবার চোখে বন্দি। সবাই এবার আমার উপর নজরদারি চালাবে নেক্সট
পরীক্ষায় কেমন রেজাল্ট করি তার উপর। এবার দেখছি ভালো রেজাল্ট করেও বিপদ! তার থেকে
বাবা খারাপ রেজাল্ট করাটাই শ্রেয়। কেউ অন্তত ভালো রেজাল্ট আশা করে সর্বদা কানের
কাছে কথা শোনাবে না দিনরাত। অর্থাৎ আমাদের মতো অনেক ছাত্রই চাইলেই ভালো রেজাল্ট
করতে পারে কিন্তু পারিপার্শ্বিক চাপের জন্য তার এই ইচ্ছাশক্তিটার মৃত্যু ঘটে সবার
অজান্তেই! তারা তখন খারাপ রেজাল্ট করেই সবার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আর
এটাই হল আমাদের বন্দি জীবন। তাই লেখাটার নাম রাখলাম "বন্দি কারাগার"।
ছবি – আকাশ ব্যানার্জী
No comments:
Post a Comment