Saturday, March 7, 2015

অন্য বসন্ত কণ্ঠস্বর



কোনও একটা লেখা যদি মানুষের হৃদয় ছুঁয়ে যায়, তার থেকে আনন্দের বিষয় আর কিছু হয়না একজন লেখকের কাছে। “অন্য বসন্ত” নামের একটা ব্লগ এই কদিন আগেই লিখেছি। সেটা অনেক মানুষেরই মনে দাগ কেটেছে। লেখাটার উপর অনেকের কমেন্ট শুনে বেশ খুশিই হলাম। কিন্তু তখনও ভাবতে পারিনি লেখাটা পরিণত হবে শ্রবণীয় শব্দের সমষ্টিতে। সেদিন সন্ধ্যায় হঠাতই আমার এক বন্ধু সায়নী এরকমই কিছুর একটার আঁচ দিয়েছিলো। সেদিনই রাত্রে অভ্রজিৎ নামের আমার আরেক বন্ধু একটা ভিডিও পাঠাল ফেসবুকে। ভিডিওটা দেখেই লাফিয়ে উঠলাম। আরে! এটাতো সেই “অন্য বসন্ত”র অডিও রেকর্ডিং। দেখলাম উপরে কভারে বড়ো বড়ো করে আমার নাম আর ছবি দেওয়া। আর লেখাটা পাঠ হচ্ছে অভ্রজিৎ-এর কণ্ঠে। তারপর ভিডিওটা অভ্রকে বলে একটু এডিট করালাম। ওখানে অভ্র আর সায়নী, দুজনের নামটাও যোগ করা হল। এইভাবেই “অন্য বসন্ত”-কে অলঙ্কারিত করল অভ্রর কণ্ঠস্বর এবং সায়নীর সহযোগিতা। ধন্যবাদ জানিয়ে দুজনকে আমি ছোট করতে চাইনা, ওদের দুজনের জন্য রইল আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
 অভ্রর কণ্ঠস্বরে "অন্য বসন্ত" শুনতে ক্লিক করুন উপরের ভিডিওটিতে।

2 comments:

  1. bapre...kotto talent re tor..!!sotti bol6..toke judge korar spordha ho66 na... (y) kono kotha hobe na...onobodyo...r avro r gola ta khub valo :)

    ReplyDelete
  2. Thank you for your comment. It will encourage me to write more.
    Keep reading and listening. :-)

    ReplyDelete