Thursday, March 5, 2015

অন্য বসন্ত


বসন্ত মানেই আমাদের কাছে ভালোবাসার রঙ। বসন্ত নামটা শুনলেই পলাশের লাল রঙ প্রেমের প্রতীক হয়ে ফুটে ওঠে আমাদের অন্তরে। এমন এক কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছা হয় যেখানে নির্জন কোনো পথের মাঝে হাত ধরে হেঁটে চলে দুই যুবক-যুবতি, আর পথের উপর বিছানা করে শুয়ে থাকে কিছু ঝরে যাওয়া ফুলের পাপড়িরা। বাতাসের মধ্যে ভেসে বেড়ায় আম্রমুকুলের মিষ্টি সৌরভ। সত্যিই খুব রোমাঞ্চ জাগে মনের ভিতর। কিন্তু এই বসন্তের মধ্যেই আমি খুঁজে পাই বিদায়কালের প্রাচীন ভাবনাগুলোকে। যে পাপড়িগুলো আজ রাস্তার বুকে শুয়ে তোমাদের হাঁটার পথের ক্ষতগুলোকে চাপা দিয়েছে আর তাকে সাজিয়ে তুলেছে নতুন এক রঙে, তারা কি আর কোনোদিন ফিরে যেতে পারবে ওই সজ্জিত গাছের ডালে! এভাবেই গাছের ওই ফুলগুলোর জীবনে বসন্ত নেমে এসেছে মৃত্যুর দূত হয়ে। বাংলার ঋতুচক্রেও কিন্তু হাসিকান্না ভরা অনেক অনুভূতির স্মৃতি হয়ে থাকা একটা সুদীর্ঘ বৎসরের বিদায় ঘটে এই বসন্তের মধ্য দিয়েই। আমাদের জীবনেও বসন্ত আসে একরাশ নতুন অনুভূতির মুহূর্ত নিয়ে আর তার মাঝেই আমরা নিজেদের অজান্তে হারিয়ে ফেলি সেই পুরনো দিনের ফেলে আসা অনুভূতিগুলোকে। নির্দিষ্ট সময় অন্তর এই বসন্ত আমাদের নাড়া দিয়ে যায় সেই দিনগুলোকে মুছে দেওয়ার জন্য। আর একদম শেষকালে প্রত্যেকের জীবনেই বসন্ত নেমে আসে চিরনিদ্রার প্রতীক হিসাবে তার অস্তিত্বকে মুছে দেওয়ার জন্য। এইতো, আজ বসন্ত এসে গেছে...

1 comment:

  1. Khuub Suundar..!!
    I must say it is a lovely elucidation of "BASANTA".....

    ReplyDelete