Sunday, October 25, 2015

অপরাজিতা



অসুর বধের মধ্যে দিয়ে শুরু হয় নারীমূর্তির আরাধনা,
উৎসবের আলোয় শহুরে রাস্তাগুলো স্নান করে ওঠে।
ওরাও তো নারী,
তবু ওদের জীবনে এই আলোর ছটা পৌছয় না,
প্রতিরাতে হাজারো মুখোশ পরা অসুর ওদের উপর ঝাঁপিয়ে পড়ে,
ধর্ষণ করে ওদের ক্লান্ত যৌনতাকে।
ভোররাতে ওদের বুকের ভিতর নেমে আসে দশমীর শূন্যতা।
তারা নারী, হার না মানা লড়াইয়ের প্রকৃত অপরাজিতা।

Friday, October 16, 2015

লাল পাহাড়ির দেশে

বহুদিন পরে মনে পরে গেলো তোমার সঙ্গে কাটানো পাহাড়ি রাতের অনুভূতিগুলো,
আঁকড়ে ধরা শিকড়ের মতো শীতটা কামড়ে ধরেছিল আমাদের,
স্লিপিং ব্যাগে হাত গুটিয়ে বসে থাকা উষ্ণতায় গায়ে একঝাঁক কাঁটা দিয়ে শিহরণ জেগেছিলো,
ক্যামেরার মেমরী সেদিন রেকর্ড করতে পারেনি আমার অনুভূতিগুলোকে।
অসীমে মিলিয়ে যাওয়া রেললাইন বেয়ে যখন ট্রেন এলো,
আবার ফিরে এলাম চার দেওয়ালের শুন্য ফ্রেমে মোড়া  নিস্তেজ ঘরের কোনায়।
প্রতীক্ষা এখনো অনেক বছরের...

টুকরো কথা

প্রেমের সমীকরণ বেশ কঠিন, কখনও সরলরৈখিক তো কখনও বক্রাকারে ঘুড়ে বেড়ায় আর দিনের শেষে Undefined হয়ে অসীমে মিলিয়ে যায়...

Sunday, October 4, 2015

মানবিকতা

যদি তুমি নিঃস্বার্থ হও, শোনো এই জগতে তুমিই হয়তো সব থেকে বেশি বোকা, সব থেকে বেশি প্রতারিত, কারণ তুমি কারোর স্বপ্ন পূরণ করতে ব্যর্থ। তুমি কাউকে ঠকাতে জানো না, কাউকে মিথ্যা বলে কষ্ট দিতে জানো না, তুমি এই রোবট দুনিয়ায় থেকে কি করবে? যদি পারো তো এই স্রোতে গা ভাসিয়ে দাও, নইলে হয়ত তোমাকে সারাটা জীবন এইভাবেই যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হবে। তোমার সামনে সবাই তোমাকে বাহবা দেবে, কিন্তু জানো না তোমার পিছনে তারাই তোমায় নিয়ে 'খিল্লি' করবে। তোমার নামে মূর্তিও করতে রাজি তারা, কিন্তু তাতে দায়িত্ব নিয়ে পানের পিকটাও কিন্তু ফেলতে ছাড়বে না। এই রোবট পৃথিবীতে কেউ কারোর নয়, যদি পারো তো বদলে ফেলো নিজেকে। নইলে...

Friday, October 2, 2015

চাহিদা

জানিনা মেয়েটা কি ছেয়েছিল, তবে আহত ছেলেটা তো চেয়েছিল অল্প একটুখানি নিঃস্বার্থ ভালোবাসা...