ভীষণ আঘাত পাওয়ার পর একজন ঠিক করেছিল এভাবে আর বেঁচে থাকা যায় না,
তাই মৃত্যুর আগে নিজের বেস্টফ্রেন্ডকে কিছু কথা শেয়ার করতে গিয়েছিলো কোনও এক
বিকেলে। কিন্তু শেষ পর্যন্ত আর সুইসাইড করে উঠতে পারেনি সে। তার বন্ধু সেই ডুবন্ত
সূর্যের আবছা আলোর মধ্যেও তাকে চিনিয়ে দিয়েছিলো এই পৃথিবীর আসল রূপ।
- জানিস ভাই, আর কিছু ভালো লাগছে না।
- কেন রে? কি হল?
- আর বলিস না, রোজ একই ঝামেলা... আর ভালো লাগে বল!
- তাহলে, কি ভাবছিস এখন?
- ভাবছি আর বেঁচে থেকে লাভ নেই। সবকিছু ছেড়ে চলে যাবো। সবাই শান্তি
পাবে তাহলে।
- কিসব বাজে বকিস! চুপ কর তো! এক চিন্তা বারবার। তুই মরলে কি হবে
জানিস? এসব আর বলবি না একদম।
- কি আর হবে? সবাই শান্তি পাবে একটু। আমিও এতো কষ্ট পাবো না রোজ রোজ,
সবাই ভালো থাকবে।
- তুই চুপ কর! শোন একটা কথা বলি...
- হুম বল।
- দেখ, তুই আজ মরবি ভাবছিস। তোর ধারণা তুই মরলে সবাই শান্তি পাবে। আসলে
তুই চাস, ওরা তোকে এভাবে কষ্ট দিচ্ছে তাই তুইও মরে ওদের বুঝিয়ে দিবি তোর অবদান
কতটা। এটা তোর ধারণা, তাই তো?
- হুম রে, কি আর করবো বল। বেঁচে থেকে তো ওদের বোঝাতে পারলাম না, তাই
মরে গিয়েই না হয় বুঝিয়ে দেবো রে...
- শোন, এই পৃথিবীতে কেউ কারোর নয়। আজ তুই মরবি ভাবছিস, মর। কালকে
দেখবি সবাই খুব কাঁদবে। তোকে খুব মিস করবে। সপ্তাহ শেষে দেখবি সবাই সব ভুলে যাবে।
তোর প্রেমিকা এক মাসের মাথায় নতুন প্রেমিক জুটিয়ে নেবে। তোর বাড়ির লোক দু-এক মাসের
মধ্যেই স্বাভাবিক হয়ে উঠবে আর তোকে ভুলতে শুরু করবে। তোর বন্ধুরাও ঠিক একই ভাবে
তোকে ভুলে যাবে। আসতে আসতে তোর বেঁচে থাকা জীবনের সব চিহ্ন মুছে ফেলার চেষ্টা করবে
সবাই। বছর ঘুরবে, তোর মৃত্যুদিন পালিত করবে সবাই। ফেসবুকে বড়ো বড়ো স্ট্যাটাস দেবে
তোকে উৎসর্গ করে, কেউ কেউ প্রকাশ্যে চোখের জল মুছবে। কিন্তু বিশ্বাস কর, সেদিন
আসলে সমাজটা একটা থিয়েটারে পরিনত হবে, চারপাশে যা কিছু দেখা যাবে সবই আসলে নাটক আর
লোক দেখানো। আরও কয়েকটা বছর পেরিয়ে যাওয়ার পর দেখবি সবাই বেশ সুখেই দিন কাটাচ্ছে। তখন
তোকে কেউ মনেও রাখেনি, তোর স্মৃতিগুলোতে ধুলো পড়ে সেগুলো পরিনত হচ্ছে ডাস্টবিনে।
তোর নাম তখন সবার জীবনের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। এভাবেই তোর সমস্ত কিছু মুছে
যাবে এই পৃথিবী থেকে। তুইও সেদিন মিলিয়ে যাবি অনন্ত আকাশের কোনও একটা কোনায়। সেদিন
যদি আকাশের তারা হয়ে এগুলো দেখতে পাস তাহলে তুই সব থেকে বেশি কষ্ট পাবি। হয়তো
নিজেকে আরও বেশি করে অপরাধী মনে হবে তোর। তাই কি দরকার এভাবে নিজের বিলুপ্তি নিজে
ডেকে এনে? বেঁচে থাক আর এই জীবনটা উপভোগ কর। জীবন তো একবারই আসে বল! এভাবে এটাকে
নষ্ট করিস না, সবাই সফল হয় আর তুইও একদিন সফল হবি মিলিয়ে নিস। অনেক বড়ো বড়ো কথা
বলে ফেললাম, আমার কথাগুলো একটু ভেবে দেখিস।
- না রে, তুই ঠিকই বলেছিস। মরে গেলে আর কেউই মনে রাখবে না, নিজেকেই
কষ্ট দেওয়া। আমি বাঁচবো রে ভাই। নিজের জন্যই না হয় বাঁচবো।