Sunday, January 3, 2016

ঘুমরাতের বন্ধু



প্রিয়া,

আজও আবছা মনে আছে তোমার মুখটা তোমার সঙ্গে আলাপ হয়েছিল আমার স্বপ্নে, আর দেখা হয়েছিল ঘুম ভাঙ্গা চোখে। আমাদের বন্ধুত্বটা হয়তো স্থায়ী ছিল মাত্র দুই সপ্তাহ, কিন্তু তারই মাঝে তোমার আর আমার মধ্যে যে কথাগুলো হয়েছিল, সেগুলো আজও মনে রেখেছি আমি। তোমার কথা আজও ভাবি আমি, জানিনা কোথায় আছো। কিন্তু তোমার কথা ভেবে খুব কষ্ট হয় আমার, আমাদের মধ্যে এই দূরত্ব সৃষ্টি হওয়ার জন্য তো আমিই দায়ী। যেই রাতে তোমার সাথে শেষ দেখা হয়েছিল আমার, মনে আছে সেদিন দুজনেই খুব কেঁদেছিলাম। তারপরেই রাতের আলো আধারের খেলায় কোথায় যেন মিলিয়ে গেলে তুমি। পরের দিন সকালে আর দেখা হল না আমাদের। সেদিন জানি অনেক কষ্ট পেয়েছ তুমি, আর আমি উপভোগ করেছিলাম বাড়ির পূজাটাকে। ভাবতে পারিনি এই পূজাটার মাধ্যমেই নিজের একজন ভালো বন্ধুকে হারাতে চলেছি আমি। পরে যখন রাতে শুয়ে শুয়ে ঘুম চোখে মনে পড়ল তোমার কথা, তখন জানি অনেক দেরি হয়ে গেছে। আমার জীবন থেকে বিদায় নিয়েছ তুমি তখন। চাইলেও আমরা আর কোনোদিন একে অপরকে দেখা দিতে পারব না। চোখের জলেই স্মৃতিচারণ করে নিজের ভুলটাকে শুধরে নিতে হবে বোধহয়। তোমাকে তো আমরাই বিদায় দিলাম, আসলে সমান্তরাল হলেও তোমার অস্তিত্বকে হয়তো আজও আমরা মেনে নিতে পারিনি এই জগতে। তোমার পুনর্জীবন লাভের কামনা করি।


                 ইতি – তোমার অর্ধমৃত সেই বন্ধু

No comments:

Post a Comment