Thursday, December 17, 2015

কাব্যহীন‬

জোৎস্নার আলো ঝরে পড়ছে আমার ঘুমে,
পৃথিবী দেখছে সেই উজ্জ্বল সৌন্দর্য,
তার ভেতরে লুকিয়ে থাকা ব্যথা কেউ অনুভব করতে পারে না।
প্রতিটা আলোক কণার আঘাতে আমি বিদ্ধ হই,
সামুকের খোলের মতো ছায়া খুঁজে বেড়াই
সেই আশ্রয়ে বেঁচে থাকে কত পরজীবি।
প্রাচীন অনুভূতিগুলো আঙুলের ডগায় সুতোর পাকে বাঁধতে চাই,
মাঝরাতের নিশীরা ঘুরে বেড়ায় আমার প্রানের খোঁজে,
তবু ধরা দেবো না আমি।
ওই যে প্রানহীন মরুভূমি,
মরিচীকার গভীরে আমাদের ঠকায়,
ও ওরকম করতো না,
যদি না এই মানব সমাজের বিষ ওর বুকে বাসা বাঁধতো।
জলের বিন্দুগুলো ক্রমাগত ঝরে,
কত বকাবকি করেও আটকাতে পারি না,
ওদের তেজ ভীষন,
জমে থাকা পাথরকে নিমেষে গলিয়ে দেয়।
ঘড়ির কাঁটা তবুও থামতে চায় না,
ক্লান্ত হয়ে সময়ও শেষে অবসর চায়,
চতুর্দিকে বিরাজ করে এক দীর্ঘ অন্ধকার কুয়াশা,
যেখানে আমি হারিয়ে গেছি অনেক বছর আগে।

No comments:

Post a Comment