Sunday, February 7, 2016

রাত-বিরাতের অনুভূতি

এই রাতগুলো ভারী নিষ্ঠুর, ঘুমন্ত চোখের পাতায় স্বপ্ন এঁকে চলে যায় আর আলো ছড়িয়ে দেয় বাতাসের অজস্র ধুলিকনার শরীরে। সেগুলো তারা হয়ে ফুটে ওঠে আমার মাঝরাতের ক্যানভাসে, আর তুলি টেনে এঁকে ফেলি এক লম্বা ছায়াপথ।

No comments:

Post a Comment