Wednesday, March 23, 2016

রঙহীন বসন্ত

এই বসন্তের সমস্ত রঙ আমি শরীর থেকে ত্যাগ করে দিয়েছি অন্য স্বপ্নগুলোকে রঙিন করে তোলার জন্য। আজ থেকে প্রত্যেকের জীবনের মুহূর্তগুলো হয়ে উঠুক আরও বেশি রঙিন, আরও বেশি সুন্দর। কিন্তু এই বসন্ত আজ পারবে না আমাকে রঙিন করে তুলতে, কারণ আমার শরীরের গভীরে মিশে আছে অনেক ক্ষতচিহ্ন, অনেক কালো দাগ, সেই দাগ মুহূর্তে শুষে নেবে সমস্ত রঙকে আর উপহার হিসেবে আমাকে ফিরিয়ে দেবে এক শুষ্ক অনুভূতি। প্রতিটা হৃদস্পন্দনে আমার শরীর থেকে বেড়িয়ে আসবে উষ্ণ কিছু নিঃশ্বাস, যারা নিমেষে গ্রাস করে নিতে পারে রঙিন হাতের আদরে জড়ানো আদ্রতাকে। কালারব্লাইন্ড হয়ে চিনে নেবো সাদা আর কালোর দূরত্বকে, সময়ের ব্যাবধানে ধূসর কুয়াশা নেমে আসবে আমার জীবনে সেই দূরত্বকে মুছে ফেলার জন্য। এভাবেই রঙিন স্বপ্নগুলো ঢাকা পড়ে যাবে এক ধূসর চাদরের তলায়, আর প্রস্তুতি নেবে ভবিষ্যতের কোনও এক বসন্ত দিনে আরও একবার মাথা তুলে দাঁড়াবার জন্য। ততদিন আমার এই শরীর রঙহীন হয়ে থাকবে।

No comments:

Post a Comment