Wednesday, January 2, 2019

সময়ের খোঁজে

অলেখা যতো কথা তোমার চিঠিতে
বয়ে নিয়ে আসে শৈত্যের প্রথম উষ্ণতা,
তোমাকে দেখে ভুলে গেছে নীল
সাগরের চোখে ডুবে থাকা এক ব্যর্থতা।
কীভাবে সময় পালায় আমি খুঁজে রাখি
দূরবীন কাঁচে সেই খবরের শিরোনাম,
তোমার সমস্ত ভালোবাসা ছুঁয়ে রজনীর
শেষ প্রান্তে লেখা অতীতের ডাকনাম।

No comments:

Post a Comment