Wednesday, January 9, 2019

গল্পের খোঁজ

সফলতা তোমার চারপাশে, কিন্তু তুমি দেখতে পাওনি। যে পিঁপড়েটা জলে পড়ে আছে সেও বাঁচতে চায়, একবার, দুইবার, তিনবার, অবশেষে হঠাৎ জল থেকে উঠে আসে। এটাও একটা গল্প হতে পারতো যদি তাকাতে সেইদিকে। এটাও একটা লড়াই হতে পারতো যদি অনুভব করতে পারতে তার বাঁচার ইচ্ছেটা। ভীষণভাবে ব্যস্ততা গ্রাস করছে আমাকে কিংবা তোমাকে। ব্যর্থতার মিথ্যে গল্প সাজিয়ে চলেছি চারদিকে দু-একটা লাইন লিখবো বলে। আঙুলের ডগা সর্বদা সজাগ "তুমি"-টাকে দোষী সাজিয়ে "আমি"-টাকে ভালো সাজাতে। এভাবে গল্প এগোয়, আমিও শব্দ সাজাই। বিকেল মাঠের ধুলোয় সূর্যটা অস্ত্র যায়, ক্যামেরায় ছবি তুলে রাখি শেষবেলায়। দুপুরের প্রখরতাটুকু এড়িয়ে যাই চোখ ঝলসে যাওয়ার ভয়ে। নরম রোদটাই প্রিয় আমাদের কাছে, যে নিস্ক্রিয় ভালোবাসা দেয়। আরও একধাপ এগিয়ে যাই। তোমরা খুঁজে বেড়াও সফলতা। আসলে পথ সাজিয়ে রেখেছ, একটু বাইরে হাঁটলেই ফেল। এক ঝাঁক বাক্য উড়ে এসে লাগবে গায়ে। আমি তো এভাবেই বাঁচতে ভালোবাসি। প্রজাপতি গায়ে বসুক, কিংবা ফুলের পাপড়িতে, কোথাও কোনও গল্প নেই, আমরা জটিলতা খুঁজতে ভালোবাসি।

No comments:

Post a Comment